অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত থেকে ব্রডগেজ বগি আমদানি করবে বাংলাদেশ রেলওয়ে


ঢাকায় রেলভবনে ভারতীয় প্রতিষ্ঠান আরআইটিইএস লিমিটেডের সঙ্গে ২০০টি ব্রডগেজ বগি আমদানি চুক্তি সই করেছে বাংলাদেশ রেলওয়ে। ২০ মে, ২০২৪।
ঢাকায় রেলভবনে ভারতীয় প্রতিষ্ঠান আরআইটিইএস লিমিটেডের সঙ্গে ২০০টি ব্রডগেজ বগি আমদানি চুক্তি সই করেছে বাংলাদেশ রেলওয়ে। ২০ মে, ২০২৪।

বাংলাদেশ রেলওয়ে, ভারত থেকে ২০০টি ব্রডগেজ বগি আমদানি করতে যাচ্ছে। এ লক্ষ্যে, ভারতীয় প্রতিষ্ঠান আরআইটিইএস লিমিটেডের সঙ্গে বাংলাদেশ রেলওয়ে সোমবার (২০ মে) ঢাকায় একটি চুক্তি করেছে।

বগি আমদানিতে খরচ হবে ১ হাজার ২০৫ কোটি ৫৪ লাখ টাকা। এসব বগি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রেনের সঙ্গে যুক্ত করা হবে।

বাংলাদেশের রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকীম বলেন, বর্তমানে বাংলাদেশ রেলওয়ের বহরে ২ হাজার ১৬টি বগি এবং ৩ হাজার ৯৫টি ওয়াগন রয়েছে। পদ্মা রেলওয়ে সেতু চালু হওয়ায়, দেশের দক্ষিণাঞ্চলে রেলওয়ে নেটওয়ার্ক সম্প্রসারিত হয়েছে।

রেলপথমন্ত্রী আরো বলেন, দক্ষিণাঞ্চলে নতুন ট্রেন সরবরাহ করার পাশাপাশি, পুরাতন বগিগুলো প্রতিস্থাপন করার জন্য নতুন ব্রডগেজ যাত্রীবাহী বগি প্রয়োজন।

চুক্তিতে বগি হস্তান্তরের সময় উল্লেখ থাকলে, সেই অনুযায়ী পরিকল্পনা করা যেত।

“আগামী দুই মাসের মধ্যে দুই সেট ক্যারেজ দেয়া হলে ও বাকিগুলো শিডিউল করে নিলে, আমাদের জন্য ভালো হবে;” বলেন রেলপথমন্ত্রী।

বাংলাদেশ সরকার ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) এর অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়িত হবে।

বগিগুলো স্টেইনলেস স্টিলের, দ্রুত গতি সম্পন্ন, বগির ছাদে এসি থাকবে। আর এগুলোতে অটোমেটিক এয়ার ব্রেক পদ্ধতি থাকবে এবং পরিবেশবান্ধব হবে।

XS
SM
MD
LG