অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে দুপুড়ের খাবার খেয়ে ২২ জন শিশুর মৃত্যু



ভারতের পূর্বাঞ্চলের একটি স্কুলে রান্না করা দুপুড়ের খাবার খেয়ে ২২ জন শিশুর মৃত্যু হয়েছে।

বিহার রাজ্যের কর্তৃপক্ষ বলছে, মংগলবার আরো অন্তত ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানী পাটনা থেকে প্রায় ৯০ কিলোমিটের উত্তরে মাসরাখে একটি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্ররা ডাল-ভাত খাবার পর অসুস্থ হয়ে পরে। এদের মধ্যে ১০ জনের অবস্থা এখন আশংকা জনক।

ক্রুদ্ধ জনতারা মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ করছে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক তদন্তে ইংগিত পাওয়া যাচ্ছে যে খাবারে ফসফরাস ছিল।

ভারতের বেশ কয়েকটি রাজ্য সরকার লক্ষ লক্ষ দরিদ্র ছেলেমেয়েদের জন্য দুপুড়ের খাবারের কর্মসূচী শুরু করেছে। ভারতীয় শিশুদের স্বাস্থ্যগত ক্ষেত্রে অপুষ্টি হচ্ছে একটি প্রধাণ বিষয়।
XS
SM
MD
LG