অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রিটেন কর্তৃপক্ষ সিরিয়ার সশস্ত্র বিরোধী দলের সঙ্গে আলোচনা করবে


ব্রিটেন বলছে সিরিয়ার রাজনৈতিক সঙ্কট নিরসনের প্রচেষ্টা হিসাবে তারা সিরিয়ার সশস্ত্র বিরোধী দলের সঙ্গে আলোচনা শুরু করবে।
প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের দপ্তর থেকে বলাহয়েছে বিরোধী সামরিক প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার অনুমতি তারা পেয়েছে কিন্তু এর অর্থ এই নয় যে ব্রিটেন তাদের সামরিক সাহায্য প্রদান করবে।

মিঃ ক্যামেরুন জর্ডানে সিরিয়ার একটি শরণার্থী শিবির পরিদর্শনের সময় আমেরিকার পুনঃনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামাকে স্বাগত জানান। তিনি বলেন, সিরিয়া জন্য একসঙ্গে কাজ চালানোর ব্যাপাটি অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি বলেন “সিরিয়ার অভ্যন্তরে কি ঘটেছে তার ভয়াবহ সব ঘটনার বিবরণ আমি শুনছি এখানে শরনার্থীদের মুখে শুনছেন। এই সঙ্কট সমাধানে আমরা আরো কিভাবে চেষ্টা চালাবে সে সমম্পর্কে প্রথমেই আমি বারাক ওবামার সংগে কথা বলবো।
XS
SM
MD
LG