অ্যাকসেসিবিলিটি লিংক

চীনে সন্দেহভাজন ৮ জন জঙ্গী নিহত


চীনের পশ্চিমাঞ্চলের শিনজিয়াং এলাকার পুলিশ সন্দেহভাজন ৮ জন জঙ্গীকে গুলিকরে হত্যা করেছে। বেজিং বলছে, ঐ জংগীরা ইসলামিক বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সংগে যুক্ত।

সিনহুয়া সংবাদ সংস্থার কর্মকর্তারা শুক্রবার জানিয়েছে যে আর তিনজন জঙ্গীদের মৃত্যু হয়েছে তাদের নিজেদের শরিরের সাথে সেটে রাখা বোমায়। তারা আরো জানিয়েছে, ঐ ঘটানাটি ঘটে যখন সন্ত্রাসীরা উইশি কাউন্টির একটি পার্কের সামনে একদল পুলিশ বাহিনীর ওপরে মটোর সাইকেল এবং গাড়ী চালিয়ে আক্রমণ চালায়।

একটি সংক্ষিপ্ত রিপোর্টে বলা হয়েছে, সন্ত্রাসীদের গাড়ীতে এলএনজি বা তরল গ্যাসের সিলিন্ডার ছিল আর ঐ গ্যাসে বিস্ফোরণ ঘটিয়েই আক্রমণের চেষ্টা করেছে।


রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী এবং ইউঘুর মুসলমান জাতীগোষ্ঠির মধ্যে প্রায়ই এই ধরণের লড়াই হয়। বেইজিং সরকার, ইউঘুর মুসলমান জাতী গোষ্ঠির ওপরে প্রায়ই ধর্মীয় এবং সাংস্কৃতিক নিপীড়ন চালিয়ে থাকে।
XS
SM
MD
LG