অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্রান্সের নির্বাচনঃ সাবেক প্রেসিডেন্ট ওবামার মন্তব্য


আর মাত্র তিন দিনের মধ্যে ফ্রান্সে জনগণ নির্বাচিত করতে যাচ্ছে তাদের দেশের পরবর্তী প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা অগ্রগণ্য প্রার্থী ইমানুয়্যেল ম্যাক্রঁ কে সমর্থন দিয়েছেন।

বৃহস্পতিবার, ম্যাক্রঁর টুটার একাউন্টে বাড়াক ওসামা এক ভিডিও বার্তা পোষ্ট করেণ। তিনি বলেন, “ইমানুয়্যাল ম্যাক্র যে ভাবে নির্বাচনী প্রচার চালাচ্ছেন আমি তার প্রশংসা করি। তিনি যে উদারপন্থী মূল্যবোধের জন্য লড়ছেন এবং ইউরোপ তথা সারা বিশ্বে ফ্রান্স যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই দূরদৃষ্টি তিনিই তুলে ধরেছেন। ফরাসী জনগণের ভবিষ্যৎ উওম করতে তিনি প্রতিজ্ঞা বদ্ধ।”

ওসামা বলেন, মধ্যপন্থী প্রার্থীকে তিনি সমর্থন দিচ্ছেন এই কারণে যে এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। তিনি ফরাসী ভাষায় এভাবে বললেন ‘অন মাস --- বিব লা ফ্রান্স” তবে আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অবশ্য চরম ডানপন্থী প্রার্থী ম্যারিন লা পেঁন-এর প্রশংসা করলেও। প্রেসিডেন্ট ট্রাম্প তাকে এখনও সমর্থন দেননি।

XS
SM
MD
LG