অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের জম্মু-কাশ্মিরে মুখ্যমন্ত্রি পদে দায়িত্ব গ্রহণে অনিশ্চয়তা


জম্মু-কাশ্মিরে বিজেপির সঙ্গে পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট বা পিডিপি দলের কোয়ালিশন সরকারের মেয়াদ ১০ মাস কাটতে না কাটতে মারা যান মুখ্যমন্ত্রি তথা পিডিপি প্রধান মুফতি মহম্মদ সৈয়দ। এর পরে যে তাঁর কন্যা মেহবুবা মুফতি-ই মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব পাবেন, তা নিয়ে কোনও বিবাদ নেই।

কিন্তু মেহবুবা দায়িত্ব নেওয়ার কোনও লক্ষণ দেখাচ্ছেন না। উপরন্তু বাবার মৃত্যুর পরে মুখ্যমন্ত্রির সরকারি নিবাস ছেড়ে চলে এসেছেন তিনি। বিজেপি বুঝে উঠতে পারছে না, মেহবুবা আদতে কি ভাবছেন। তিনি কি এ ভাবে চাপ তৈরি করে দর কষাকষি করতে চাইছেন? না কি, অন্য কোনও দলের সঙ্গে বিকল্প জোট গড়তে চান তিনি?

অন্য দিকে পিডিপি-র অভিযোগ, জোট গড়বার সময় দুই দলে যা বোঝাপড়া হয়েছিল, তা পুরোপুরি মেনে চলছে না বিজেপি। সমস্যা হল, কে যে ঠিক কি চাইছে সে বিষয়ে কোনও দলই ঝেড়ে কাশছে না। রাজ্যে তাই আপাতত রাজ্যপালের শাসন।

please wait
Embed

No media source currently available

0:00 0:00:48 0:00

কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত

XS
SM
MD
LG