অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে বারাক ওবামা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলেন


আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে বারাক ওবামা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হবার পর এভাবে তার অনুভুতি প্রকাশ করলেন।
তিনি বলেন “আমাদের সামনে রয়েছে সুদিন।” রিপাবলিকান দলের প্রতিদ্বন্দ্বি মিট রম্নিকে হারিয়ে দিয়ে তিনি পুনরায় নির্বাচিত হলেন।

মিঃ ওবামা শিকাগোতে তার নির্বাচনী প্রচারের প্রধান কার্যালয় থেকে বিজয় ভাষণে তার সমর্থকদের উদ্দেশে বলেন।
“আমরা একটি আমেরিকান পরিবার। যারা একসঙ্গে উঠে দাঁড়াই এবং পতনেও একসঙ্গে থাকে। আমরা গোটা জাতিই যেন একটি মানুষ।”
তিনি তার প্রতিদ্বন্দ্বি মিঃ রম্নি এবং ভাইস প্রেসিডেন্ট পদে পল রয়ানকে ধন্যবাদ দেন। তিনি বলেন যে তিনি এবং মিট রম্নি অনেক বিষয়ে গভীরভাবে দ্বিমত পোষণ করেন তবে একটি জায়গায় দু'জনের মধ্যে কোন তফাত নেই আর তা হচ্ছে দুই জনই দেশকে গভীরভাবে ভালবাসেন।
মংগলবারের নির্বাচনের সর্বসাম্প্রতিক ফলাফলে দেখা যাচ্ছে যে ডেমোক্রেট দলের মিঃ ওবামা ৩০৩ ইলেকটোরাল ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর মিঃ রম্নি পেয়েছেন ২০৬ ইলেকটোরাল কলেজ ভোট।

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে কোন প্রার্থী জয়ী হবেন তা সরাসরি জনগণের রায়ে নির্ধারিত হয় না বরং তা ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে বিবেচিত হয়। তবে মোটামুটি ভাবে ৫০ রাজ্যের প্রতিটির জনসংখ্যার সংগে তা সামাঞ্জস্য পূর্ণ।

প্রেসিডেন্ট ওবামার বিজয়ের খবরে বিশ্ব নেতৃবর্গ সুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন।

যুক্তরাষ্ট্রে নির্বাচন এবং বারাক ওবামার বিপুল বিজয়ে বাংলাদেশ ও ভারতের জনগণও প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এ সম্পর্কে বিস্তারিত শুনুন অডিওতে।

please wait
Embed

No media source currently available

0:00 0:00:57 0:00
সরাসরি লিংক
please wait
Embed

No media source currently available

0:00 0:00:58 0:00
সরাসরি লিংক

please wait
Embed

No media source currently available

0:00 0:01:06 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG