অ্যাকসেসিবিলিটি লিংক

রিও অলিম্পিকে যুক্তরাষ্ট্রের সাঁতারুদের ছিনতাইরের ঘটনা ভুয়াঃ আমেরিকার অলিম্পিক কমিটির ক্ষমা প্রার্থনা


যুক্তরাষ্ট্রের সাঁতারু জেইমস ফিগান রিও অলিম্পিকে ছিনতাই কেলেঙ্কারির নিষ্পত্তির অংশ হিসেবে ব্রাজিলকে প্রায় ১১ হাজার ডলার অর্থ প্রদানে রাজি হওয়ার পর তাকে আমেরিকায় ফিরে আসার অনুমতি দেওয়া হয়। শুক্রবার ফিগানের আইনজীবী ব্রাজিল সরকার এবং রিওর আইনজীবীদের সংগে দীর্ঘ আলোচনার পরে তিনি এ কথা ঘোষণা করেণ। আরও ৩ জন আমেরিকান সাঁতারু যারা ছিনতাই সম্পর্কে ভুয়া রিপোর্ট করে ছিল তারা ইতিমধ্যে আমেরিকায় ফিরে এসেছে। ব্রাজিলিয়ান পুলিশ জানিয়ে ছিলেন, বন্দুকের মুখে আমেরিকান সাঁতারুদের

ছিনতাই হওয়ার বানোয়াট যে রিপোর্ট সাঁতারুরা পেশ করেছিল তার প্রেক্ষিতে পুলিশ তাদে বিরুদ্ধে ভাংচুর এবং ভুয়া সাক্ষ্য দেওয়ার অভিযোগ দায়ের করবে।

সাঁতারু রায়ান লকটি, জেক কংগার , গানার বান্টজ এবং ফিগান, পুলিশকে জানায় রবিবার ভোরে পার্টি শেষে রিওর অলিম্পিক ভিলেজে ফিরে আসার পথে বন্দুকের মুখে তারা ছিনতাই হয়। তবে বুধবার কংগার, বেন্টজকে যুক্তরাষ্ট্রের ফেরার সময় বিমান বন্দরে আটক করা হয়। তবে বৃহস্পতিবার, ঐ দুই সাঁতারু আমেরিকায় ফিরে এসেছেন।

আমেরিকার অলিম্পিক কমিটি ব্রাজিলের কাছে ঐ ঘটনার জন্য ক্ষমা চেয়েছে।

XS
SM
MD
LG