অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকার প্রখ্যাত চলচিত্র অভিনেতা রবিন উইলিয়ামস আর নেই


আমেরিকার প্রখ্যাত চলচিত্র বং কৌতুক অভিনেতা রবিন উইলিয়ামসকে সোমবার ক্যালির্ফোনিয়ায় তাঁর বাড়ীতে মৃত অবস্তায় পাওয়া যায়। ৬৩ বছর বয়সে তিনি আত্মহত্যা করেন।

স্থানীয় পুলিশ শেরিফের দপ্তর থেকে বলা হয়, ম্যারিন কাউন্টিতে তাঁর বাড়ী থেকে ফোন পাওয়ার পর উদ্ধার কর্মীরা সেখানে যান এবং জরুরী বিভাগের কর্মীরা উইলিয়ামসকে যখন অজ্ঞান অবস্থায় উদ্ধ্বার করেন তখন তাঁর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। তারা ধারনা করছেন যে এসফেকসিয়াতে বা শ্বাস রোধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে তবে এখনও নিশ্চিত করে মৃত্যুর কারন জানা যায়নি। তদন্ত চলছে।

সোমবার, এক বিবৃতিতে অস্কার এবং এমি পুরষ্কার বিজয়ী এই অভিনেতার মৃত্যুর খবব জানানো হয়। বলা হয় তিনি সম্প্রতি বিষণ্ণতায় ভুগছিলেন।

অভিনয় জীবনের শুরুর দিকেই তিনি মাদক এবং সুরায় আসক্ত হয়ে পড়েন এবং বহু বছর এই আসক্তি কাটানোর চেষ্টা করেছেন।

রবিন উইলিয়ামসের উল্লেখ যোগ্য কিছু ছবি হচ্ছে মিসেস ডাউটফায়ার, গুড মর্নিং ভিয়েতনাম, ডেড পয়েটস সোসাইটি, এবং গুড উইল হান্টিং ।

XS
SM
MD
LG