অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে একা মা কিংবা একা বাবাও সন্তান দত্তক নিতে পারবেন


বিরোধ ধর্মীয় মূল্যবোধের সঙ্গে আধুনিক মনস্কতার। ভারত সরকার সম্প্রতি নিয়ম করেছে, অন্যান্য যোগ্যতা থাকলে একা মা কিংবা একা বাবাও চাইলে সন্তান দত্তক নিতে পারবেন। কোনও দত্তক সংস্থা তাঁদের প্রত্যাখ্যান পারবে না। কিন্তু এই নতুন নিয়ম মানতে অস্বীকার করে মাদার টেরেসা প্রতিষ্ঠিত মিশনারিজ অফ চ্যারিটি বলেছে, তাদের কৃশ্চান ক্যাথলিক মূল্যবোধে একা মা কিংবা বাবাকে পূর্ণ পরিবার হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়। তাই ভারত সরকারের নিয়ম যা-ই হোক, তারা একা মা কিংবা বাবাকে সন্তান দত্তক দিতে রাজি নয়। এই নিয়ম মানবার চেয়ে তারা ভবিষ্যতে দত্তক গ্রহণের প্রক্রিয়া থেকেই নিজেদের সরিয়ে নিচ্ছে। সরকার বলেছে, ভারতে দত্তক গ্রহণের সঙ্গে মিশনারিজ অফ চ্যারিটি বহু দিন ধরে জড়িত। তারা সরে যাওয়া দুঃখের বিষয়। কিন্তু, সরকারের মতে, ওই সংস্থারই উচিত, নতুন সমাজ ও পরিবর্তিত মূল্যবোধের সঙ্গে নিজেদের ভাবনাও বদলে ফেলা।

please wait

No media source currently available

0:00 0:00:48 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG