অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে সহিংসতা


আফগান কর্মকর্তারা বলছেন তালেবান চরমপন্থীরা আফগানিস্তানের পূর্বাঞ্চলে সেনাবাহিনীর এক ঘাঁটিতে হামলা চালিয়েছে। আক্রমণে ১৯ জন সৈনিক মারা গেছে, আহত হয়েছে দুজন।

কুনার প্রদেশে গাজিয়াবাদ জেলায় কর্তৃপক্ষ বলেছে, রোববার ভোরে হামলার পর অন্তত ৬ জন সৈনিক নিখোঁজ হয়। এর আগের খবরে বলা হয় সৈনিকদের অপহরণ করা হয়েছে।

আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি শ্রীলংকায় তার পূর্ব পরিকল্পিত সফর স্থগিত করেছেন।

কর্মকর্তারা বলেছেন, আফগান বাহিনী নিখোঁজ সৈনিকদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে।

ঐ আক্রমণের দায় স্বীকার করেছে তালিবান।
XS
SM
MD
LG