অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে পূর্বেকার শক্তঘাঁটিগুলোর আবার নিয়ন্ত্রণ নিয়েছে আইএস সংশ্লিষ্ট যোদ্ধারা


আফগানিস্তানে কর্মকর্তারা ও প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ইসলামিক স্টেটের সঙ্গে সংশ্লিষ্ট যোদ্ধারা সে দেশে তাদের পূর্বেকার শক্তঘাঁটিগুলোর অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ আবার নিয়েছে। কয়েক সপ্তাহ আগে তারা আফগান নিরাপত্তা বাহিনীর ব্যাপক অভিযানের মুখে প্রত্যন্ত পাহাড়ি এলাকায় লুকিয়ে ছিলো।

সমস্যা কবলিত এলাকা গুলো নাঙ্গারহার প্রদেশের এচিন, নাজিয়ান, কট এবং হাসকা মিনায় অন্তর্ভুক্ত। নাঙ্গারহার প্রদেশ পাকিস্তানের সীমান্ত সংলগ্ন এলাকা।

ভয়েস অফ আমেরিকার আফগান বিভাগের এক সাংবাদিক এ সপ্তাহে এচিনে যান। আফগানিস্তানে এচিন হচ্ছে আইএসের প্রধান ঘাঁটি। ঐ সাংবাদিক বলেছেন, সরকারি নিরাপত্তা বাহিনী সেই সব স্থানে অবস্থান নিয়েছে যেসব স্থানে তারা জুন মাসে অভিযান চালানোর আগে ছিলো। সরকারি নিরাপত্তা বাহিনী জুন মাসে আইএস বিরোধী “Qahr-e- Sellab” অভিযান শুরু করে।

XS
SM
MD
LG