অ্যাকসেসিবিলিটি লিংক

পূর্ব আফগানিস্তানে তালিবান ও ইসলামিক ষ্টেট যোদ্ধাদের সংঘর্ষে কয়েক ডজন নিহত


পূর্ব আফগানিস্তানে তালিবান ও ইসলামিক ষ্টেট যোদ্ধাদের মধ্যেকার সংঘর্ষে কয়েক ডজন লোক নিহত ও অসংখ্য আহত হয়েছে।

আফগান পুলিশের তথ্য অনুসারে নাঘারহার প্রদেশের প্রত্যন্ত অঞ্চল বাটি কোট ও চাপারহার জেলার পাকিস্তান সীমান্তের কাছে এই সংঘর্ষ হয়। ইসলামিক ষ্টেট সেখানকার দুটি জেলার দখল নিয়েছে বলে জানা যায়। তবে তালিবানের পক্ষ থেকে এ খবরকে মিথ্যা বলে দাবী করা হয়।

তালিবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ভয়েস অব আমেরিকাকে জানান তালিবান যোদ্ধারা দুটি জেলা থেকে আইএস সদস্যদেরকে তাড়াতে সক্ষম হয়েছে।

ওদিকে প্রাদেশিক গভর্নর কার্যালয় থেকে গনমাধ্যমকে দেয়া তথ্যে বলা হয় সরকারী বাহিনির সঙ্গে গোলাগুলিতে সোমবার ১৫ ইসলামিক ষ্টেট যোদ্ধা মারা গেছে।

পাকিস্তানের গনমাধ্যমের খবরে বলা হয়েছে ওই অঞ্চলে সন্ত্রাসীদের মধ্যেকার সংঘর্ষে অন্তত ১৫০ জন মারা গেছে যাদের অধিকাংশই আইএস যোদ্ধা।

XS
SM
MD
LG