অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানের উত্তরাঞ্চল কুন্দুজে প্রচণ্ড লড়াই চলছে


আফগান নিরাপত্তা বাহিনী উত্তরাঞ্চলের কুন্দুজ শহর পুনরায় দখল করার চেষ্টা করলে বুধবার সেখানে প্রচণ্ড লড়াই অব্যাহত রয়েছে। তালিবান যোদ্ধারা এ সপ্তাহের গোরার দিকে শহরটি দখল করে নেয়, যা জঙ্গি দলের জন্য ছিল বড় ধরণের জয়।

আফগানিস্তানের ইউনাইটেড ন্যাশনস এসিস্ট্যান্স মিশন জানিয়েছে যে কুন্দুজের লড়াই এ ১’শর বেশী অসামরিক লোক প্রাণ হারিয়েছে এবং ৬ হাজারের বেশী মানুষ শহর ছেড়ে যেতে বাধ্য হয়।


আফগান সামরিক বাহিনী উত্তরাঞ্চল থেকে কুন্দুজে আরও সেনা পাঠানোর চেষ্টা করছে কিন্তু বাগলান প্রদেশে ঢোকার রাস্তায় তালিবান প্রতিবন্ধক সৃষ্টি করেছে এবং স্থল মাইনের কারণে তারা অগ্রসর হতে পারছে না।


তালিবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদীন বুধবার জানিয়েছেন যে বাগলান প্রদেশের উত্তরাঞ্চলে প্রচণ্ড লড়াই চলছে। ওদিকে আফগান সেনাদের সাহায্যের জন্য মঙ্গলবার যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান দুটি বিমান অভিযান চালিয়েছে।

XS
SM
MD
LG