অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে পপি চাষ রেকর্ড মাত্রায় পৌঁছেছে



জাতিসঙ্ঘের মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা জানিয়েছে যে আফগানিস্তানে পপি চাষ রেকর্ড মাত্রায় পৌঁছেছে। সংস্থাটি মনে করছে যে চাষীরা তাদের আয় নিশ্চিত করতে চাইছে এই কারনে যে ২০১৪ সালে নেটো সেনারা দেশটি ত্যাগ করার পর সেখানকার পরিস্থিতি হয়তো অনিশ্চিত হয়ে পরতে পারে।

জাতিসঙ্ঘের মাদক ও অপরাধ সংস্থা বুধবার একটি রিপোর্ট প্রকাশ করেছে, তারা বলছে আফগানিস্তানে ২ লক্ষ ৯ হাজার হেক্টোর জমিতে পপি চাষ করা হচ্ছে যা ২০০৭ সালে ছিল ১ লক্ষ ৯৩ হাজার।

তারা বলছে এই বছর যে পরিমান পপি চাষ হয়েছে সেখান থেকে ৫ হাজার পাঁচ’শ ম্যাট্রিক টন আফিম উতপন্ন হবে যা গত বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশের বেশি।

ঐ রিপোর্টে আরো বলা হয়েছে ভবিষ্যতে অনিশ্চয়তা দেখা দিতে পারে এই উদ্বেগের কারনে আফিম উতপাদন সেখানে বেড়েছে।
XS
SM
MD
LG