অ্যাকসেসিবিলিটি লিংক

আন্ত:সীমান্ত সন্ত্রাস প্রতিরোধে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে আলোচনা


আন্ত:সীমান্ত সন্ত্রাস প্রতিরোধে যৌথভাবে কাজ করার লক্ষ্যে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে একটি সমঝোতার আলোচনা হয়েছে। আগামী সপ্তাহ নাগাদ তারা এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করবেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ ইসলামাবাদে সাংবাদিকদের বলেছেন রবিবার ইসলামাবাদে শুরু হওয়া আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে আসা আফগান পররাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন রাব্বানীর সঙ্গে তাঁর বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে।

তিনি বলেন দুই দেশের জন্যেই সন্ত্রাস একটি সাধারণ সমস্যা এবং তা নিরসনে সহযোগীতার ভিত্তিতে কাজ করতে আমরা একমত হয়েছি।

পাকিস্তান ও আফগানিস্তানের রয়েছে ২৬০০ কালোমিটার যৌথ সীমান্ত। আর পাকিস্তানের অভিযোগ সন্ত্রাসীরা পাকিস্তানে সন্ত্রাস ঘটিয়ে ঐ সীমান্ত ব্যাবহার করে আফগানিস্তানে আশ্রয় পায়। কাবুলের পক্ষ হতে ঐ অভিযোগ বারবারই অস্বীকার করা হয়ে আসছে।

XS
SM
MD
LG