অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে আজ নিরন্তর যুদ্ধ-বিগ্রহের মধ্যেই পালিত হচ্ছে আন্তর্জাতিক শান্তি দিবস


আফগানিস্তানে আজ নিরন্তর যুদ্ধ-বিগ্রহের মধ্যেই পালিত হচ্ছে আন্তর্জাতিক শান্তি দিবস।আশা করা হচ্ছে, বড়ো-মূখ্য বিদ্রোহি গ্রুপের সঙ্গে ব্যাপক-বিস্তৃতভাবে-বিপূলভাবে প্রত্যাশিত শান্তি রফা নিরাপত্তা বলয়ে আস্টেপৃষ্ঠে জড়িয়ে-পেঁচিয়ে থাকা নিরাপত্তা চ্যালেঞ্জগুলোকে প্রশমিত করবে- তালেবানদের পাশে দাঁড়িয়ে লড়ছে যারা সেই তারাও এগিয়ে এসে যোগ দেবে শান্তির কাফেলায়।

আফগান কর্মকর্তারা মাসের পর মাস নিস্পত্তি আলোচনা চালিয়ে আসছেন বিতর্কীত যুদ্ধবাজ দলপতি গুলবুদ্দীন হেকমেতিয়ারের নেতৃত্বাধীন বিদ্রোহি গ্রুপ হিযবে ইসলামীর সঙ্গে। বারবার হোঁচট ঘেয়েছে আলোচনা-ভেঙ্গেছে চুক্তি রফা বাববার- কিন্তু তার পরও আশাকে ভরসা করেই এগিয়ে চলেছে শান্তির রথ, খসড়া একটা রফা চূড়ান্ত করবার লক্ষ নিয়ে।আশা প্রকাশ করেছেন হেকমাতিয়ার টীমের এক সদস্য সাঈদ নাকিবুল্লা হাশমী কাবুলে আন্তর্জাতিক শান্তি দিবসের এক সেমিনারে বক্তৃতাকালে – বলেছেন, শান্তি রফার ঘোষনা একটা আসবে চব্বিশ ঘন্টার মধ্যে।

XS
SM
MD
LG