অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট হামিদ কারজাই-র ভাই নিরাপত্তা রক্ষীর গুলিতে নিহত


প্রেসিডেন্ট হামিদ কারজাই-র ভাই নিরাপত্তা রক্ষীর গুলিতে নিহত
প্রেসিডেন্ট হামিদ কারজাই-র ভাই নিরাপত্তা রক্ষীর গুলিতে নিহত

একজন আফগান গোয়েন্দা কর্মকর্তা বলেছেন কান্দাহার শহরে প্রেসিডেন্ট হামিদ কারজাই-র ভাই আহমাদ আলী কারজাইকে তাঁর নিরাপত্তা রক্ষীদের একজন সদস্য গুলি করে হত্যা করেছে। আততায়ীর পরিচয় দেয়া হয়েছে ---সরদার মোহাম্মদ। আলী কারজাইর অন্যান্য দেহরক্ষীদের গুলিতে সে প্রান হারায়। তালেবান দল এই হত্যাকান্ডের দায়িত্ব স্বীকার করেছে। কাবুলে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই সাংবাদিকদের বলেছেন তাঁর ছোট ভাইয়ের এই অপমৃত্যুতে সারা আফগান জনগনের ভোগান্তি প্রতিফলিত।

আহমাদ আলী কারজাই, যিনি ছিলেন দক্ষিণ কান্দাহার প্রদেশের প্রধান, তিনি বিতর্কিত ব্যক্তিত্ব ছিলেন। একদিকে তিনি ঐ এলাকার একজন প্রভাবশালী ক্ষমতাবান মানুষ এবং তালেবান বিরোধী অভিযানে পাশ্চাত্যের ঘনিষ্ট মিত্র, অন্যদিকে দূর্নীতি এবং মাদক পাচারের অপবাদ ছিল তাঁর বিরুদ্ধে। তিনি অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে এসেছেন। আফগানিস্তানে নেটো এবং যুক্তরাষ্ট্র বাহিনীর সেনাপতি ডেভিড পেট্রাউস এই হত্যাকাণ্ডের নিন্দে করে বলেছেন, নেটো বাহিনী দোষীদের বিচারে আফগান সরকারকে সবরকম সহায়তা যোগাবে।

XS
SM
MD
LG