অ্যাকসেসিবিলিটি লিংক

রোববার থেকে জোরদার হামলা চালানো হবে : আফগান তালিবান


Satellite imagery of the Yongbyon Fuel Fabrication plant from July 28, 2013 showing the expansion of the gas centrifuge plant building.
Satellite imagery of the Yongbyon Fuel Fabrication plant from July 28, 2013 showing the expansion of the gas centrifuge plant building.

তালিবান যুক্তরাষ্ট্রের নের্তৃত্বাধীন জোট এবং আফগানিস্তানে তাদের মিত্রদের বিরুদ্ধে এই বসন্তকালে আক্রমণ অভিযান আবারও শুরু করার সঙ্কল্প প্রকাশ করেছে। এই জঙ্গি গোষ্ঠিটি বলছে যে এই আক্রমণ রোববার থেকে শুরু হবে তবে এটা বলেননি যে কতদিন এই আক্রমণ চলবে।

শনিবার প্রকাশিত এক বিবৃতিতে তালিবান বলেছে যে তারা সামরিক ঘাঁটি ও যানবহর এবং শান্তি পরিষদের সদস্যসহ আফগান কর্মকর্তাদের লক্ষ্য করে এই আক্রমণ পরিটালনার পরিকল্পনা করছে।

বিদ্রাহীরা আফগান নাগরিকদের জোট বাহিনীর কর্মকান্ড এবং তাদের এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে ।

জঙ্গি তৎপরতার এই ঘোষণার ঠিক একদিন আগেই , আফগানিস্তনে যুক্তরাষ্ট্রের নের্তৃত্বাধীন জোট এবং পশ্চিমি কুটনীতিকরা সতর্ক করে দেন যে তারা জঙ্গিদের আক্রমণ বৃদ্ধির আশংকা করছেন।

দ্য এসোসিয়েটেড প্রেস নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেটো কর্মকর্তাকে উদ্ধৃত করে বলছেন যে তালিবানের আজকের এই ঘোষণা তাদের মরিয়া হয়ে ওঠারই লক্ষণ

কর্মকর্তাটি বলেছেন যে নেটো অনুমান করছে যে সমন্বিত আক্রমণ পরিচালনার মাধ্যমে তালিবানরা প্রচারণার ক্ষেত্রে জয়লাভের চেষ্টা চালাচ্ছে বিশেষত যখন জোট বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরালো করেছে।

XS
SM
MD
LG