অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানের ৪০০টি জেলার মধ্যে ২০১৫ সালে ৩৪টির দখল নিয়েছে তালিবান


আফগানিস্তানের ৪০০টি জেলার মধ্যে ২০১৫ সালে ৩৪টির দখল নিয়েছে তালিবান। শনিবার তালিবান কর্তৃপক্ষের এক বিবৃতিতে এই হিসাব তুলে ধরে, বলা হয়েছে গত ১৪ বছরের মধ্যে ২০১৫ সাল তাদের জন্যে সবচেয়ে সফল জিহাদী বছর।

বিবৃতিতে বলা হয় আফগানিস্তানের ৩৪টি প্রদেশের ১৭টি প্রদেশে রয়েছে তাদের নিয়ন্ত্রনে থাকা জেলাগুলো। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: Farah, Badghis, Ghor, Panj-Shair, Badakhshan, Baghlan, Helmand, Heart Kunduz, Nuristan, Saripul, Paktika,Takhar, Logar, Jozjan, Faryab, Kandahar and Ghazni।

তালিবান বিবৃতিতে বলা হয় জিহাদী কর্মকান্ডের পাশাপাশি যুদ্ধক্ষেত্রে তালিবান গত বছর সাফল্য লাভ করেছে। নেটোর এক মুখপাত্রের দেয়া তথ্য অনুঋযায়ি ২০১৫ সালে তালিবান সন্ত্রাসী কর্মুকান্ডে সাড়ে ৬ হাজার সাধারন মানুষ নিহত ও আহত হন।

XS
SM
MD
LG