অ্যাকসেসিবিলিটি লিংক

২৭ বছরের নারীকে পিটিয়ে হত্যার দায়ে ৪জনকে মৃত্যুদন্ড দিয়েছে আফগানিস্তানের আদালত


আফগানিস্তানের একটি আদালত মার্চ মাসে ২৭ বছর বয়সি এক নারীকে দঙ্গলবদ্ধভাবে পিটিয়ে হত্যা করার দায়ে চার ব্যক্তিকে মৃত্যুদন্ড দিয়েছে আজ বুধবার। ঐ ঘটনায় ১৯ পুলিশ সদস্য সহ সর্বমোট ৪৯ ব্যক্তিকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছিলো।কাবুলের ঐ আদালত অভিযুক্তদের মধ্যে থেকে আটজনকে ১৬ বছরের কারাদন্ডও দিয়েছে।

ফারখুন্দা নাম্নী ঐ নারী কুরান অবমাননা করেন- মিথ্যে এ অভিযোগের ভিত্তিতে মার্চের ১৯ তারিখে আফগান রাজধানী কাবুলে উন্মত্ত-নৃশংস হামলায় ঐ নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছিলো।ভিডিও চিত্রে দেখা যায় – ঐ মহিলাকে প্রথমে পিটিয়ে, তাঁর ওপর দিয়ে মোটোর গাড়ি চালিয়ে, আগুন জ্বেলে দেহ তাঁর পুড়িয়ে তার পর তাঁর দেহ কাবুল নদীতে ফেলা হয়েছিলো।

XS
SM
MD
LG