অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান নির্বাচনে তালেবানের প্রতিদ্বন্দ্বীরা অংশ নেবে


একটি প্রধান আফগান গ্রুপ যারা তালেবানের পাশাপাশি, নেটো বাহিনীর বিরুদ্ধে লড়ছে, তারা ঘোষণা করেছে যে তারা আনুষ্ঠানিক ভাবে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবে।

পলাতক সাবেক আফগান প্রধানমন্ত্রী গুলবুদ্দীন হেকমাতিয়ারের হিজবে ইসলামি দল, তালেবানের পরে দ্বিতীয় বৃহৎ বিদ্রোহী গ্রুপ। আফগানিস্তানে কোয়ালিশান বাহিনীর উপস্থিতির কারণ উল্লেখ করে তারা এ পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচন থেকে দুরে ছিল।

যদিও হিজবে ইসলামি দল কোয়ালিশান বাহিনীর বিরুদ্ধে তালেবানের পাশাপাশি লড়েছে তারা ক্ষমতায় থাকা কালীন তালেবানের প্রতিদ্বন্দ্বী ছিল।


ওই গ্রুপের এক মুখপাত্র ঘাইরাত বাহির ভয়েস অফ অমেরিকাকে বলেছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব সারা দেশে মর্থকদের সক্রিয় ভাবে নির্বচনী প্রচার অভিযানে অংশ নেওযার নির্দেশ দিয়েছে এবং কবুদ্দীন হিলালকে ভোট দিতে বলেছে।
XS
SM
MD
LG