অ্যাকসেসিবিলিটি লিংক

তালেবান বলেছে যে তারা আসন্ন শান্তি আলোচনা বিষয়ে অবগত নয়


Delegations from Afghanistan, Pakistan, the United States and China discuss a road map for ending the war with the Taliban at the Presidential Palace in Kabul, Afghanistan, Feb. 23, 2016.
Delegations from Afghanistan, Pakistan, the United States and China discuss a road map for ending the war with the Taliban at the Presidential Palace in Kabul, Afghanistan, Feb. 23, 2016.

আফগানিস্তানে তালেবান বলেছে, কাবুল সরকারের সঙ্গে আসন্ন কোন শান্তি আলোচনার বিষয়ে তারা অবগত নয়। তারা আবারও বলেছে কোন পদক্ষেপই সফল হবে না যতক্ষন না আফগানিস্তান থেকে সব বিদেশী বাহিনী প্রত্যাহার করবে এবং শারিয়া আইন সেখানে বলবৎ করা হবে।

মঙ্গলবার আফগান শান্তির বিষয়ে যে চারটি দেশ কাজ করছে তারা তালেবান ও অন্যান্য গ্রুপকে আমন্ত্রণ জানায়, পাকিস্তানে মার্চ মাসের প্রথম সপ্তাহে, আফগান সরকারের সঙ্গে সরাসরি প্রথম দফার শান্তি আলোচনায় অংশ নেওয়ার জন্য।

কাতারে তালেবানের কথিত রাজনৈতিক কার্যালয়ে তাদের মুখপাত্র মোহাম্মদ নাইম, ভয়েস অফ আমেরিকাকে বলেন, তিনি বার্তা মাধ্যমে আফগান সরকারের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনার কথা শুনেছেন কিন্তু তারা কোন পরিকল্পনার বিষয়ে অবগত নন।

XS
SM
MD
LG