অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে বিমান হামলায় উগ্রপন্থী পাকিস্তানী নেতা নিহত হন


আফগানিস্তানের দক্ষিণ পুর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমান হামলা বলে যে সন্দেহ করা হচ্ছে, তাতে, চরমপন্থী পাকিস্তানী তালেবান এক কম্যান্ডার এবং তার কয়েকজন শরীক নিহত হয়।

পাকিস্তানের সীমান্ত সংলগ্ন পাকতিকা প্রদেশে বেরমাল জেলায় গত রাতে হামলা চালানো হয়।

চরমপন্থীদের সূত্রে বলা হয় Tehrik-e-Taliban Pakistan বা TTP সংস্থার রাইস খান, যিনি আজম তারিক নামেও পরিচিত, তিনি ও তার পুত্র এবং অন্যান্যরা নিহত হন।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী রবিবার ভয়েস অফ আমেরিকার কাছে এই খবর নিশ্চিত করেছে যে তারা ওই এলাকায় দুটি বিমান হামলা চালিয়েছে। কিন্তু তারা নিরাপত্তা জনিত কারণে খুঁটিনাটি বিষয়ে আলোচনা করেননি।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে জাতীয় বাহিনী শনিবার রাতে বেরমাল এলাকায় অভিযান চালিয়েছে এবং তাদের অভিযানে ৯জন চরমপন্থী নিহত হয়।

XS
SM
MD
LG