অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে নিরাপত্তা বাহিনী, শীর্ষ কয়েক কম্যান্ডার সহ ইসলামিক স্টেটের ১৩৫জনের বেশি চরমপন্থীকে হত্যা করেছে


Kot district, Nangahar province, Afghanistan
Kot district, Nangahar province, Afghanistan

আফগানিস্তানের পুর্বাঞ্চলে কর্মকর্তারা বলেছেন নিরাপত্তা বাহিনী, শীর্ষ কয়েক কম্যান্ডার সহ ইসলামিক স্টেটের ১৩৫জনের বেশি চরমপন্থীকে হত্যা করেছে। কর্মকর্তারা বলেছেন পাকিস্তানের সঙ্গে সীমান্তের কাছে কয়েকদিনের স্থল আক্রমণ ও বিমান হামলায় বহু চরমপন্থী আহত হয়।

আঞ্চলিক অসামিরক ও নিরাপত্তা প্রধানরা বলেছেন রবিবার নাঙ্গারহার প্রদেশের কট জেলায় সংঘর্ষ একটু হ্রাস পায়, কিন্তু সন্ধান ও নির্মূল অভিযান অব্যাহত রয়েছে। তারা এই খবর নিশ্চিত করেছেন যে অন্তত ১২জন আফগান নিরাপত্তা কর্মী নিহত হয় এবং আহত হয় অন্যান্য ১৮জন।

প্রাদেশিক গভর্নর সালিম কুন্দুজি, আঞ্চলিক রাজধানী জালালাবাদে সাংবাদিকদের বলেন বৃহস্পতিবার রাতে কটে সংঘর্ষ শুরু হয় যখন ভারী অস্ত্রে সজ্জিত প্রায় ৬০০ ব্যক্তি ওই এলাকায় নিরাপত্তা চৌকীগুলোতে সমন্বিত হামলা চালায়। হামলাকারীরা দাইশের সঙ্গে সংশ্লিষ্ট।

প্রত্যখ্যদর্শীরা বলেন অসামরিক লোকজন নিরাপদ এলাকায় চলে যেতে বাধ্য হয়।

XS
SM
MD
LG