অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে বিস্ফোরণে ৩ জন নিহত, ব্যালট বাক্স ধ্বংশ


Afghan workers of the election commission office unload a ballot box from a truck after votes in Jalalabad, east of Kabul, Afghanistan, Sunday, April 6, 2014.
Afghan workers of the election commission office unload a ballot box from a truck after votes in Jalalabad, east of Kabul, Afghanistan, Sunday, April 6, 2014.
আফগানিস্তানে রাস্তার ধারে পাতা বোমা বিস্ফোরণে, দেশের প্রেসিডেন্ট নির্বাচনে দেওয়া ভোটের ব্যালট পত্র ভরা ৮টি বাক্স ধ্বংশ হয়ে যায়। হামলায় ৩ ব্যাক্তি নিহত হয়।

উত্তরাঞ্চলের কুন্দুজ প্রদেশে রবিবার ওই বিস্ফোরণ ঘটে। এর একদিন আগে ৭০ লক্ষ মানুষ, প্রেসিডেন্ট হামিদ কারজাই এর উত্তরসূরী নির্বাচনের জন্য ভোট দেন। পুলিশ সূত্রে বলা হয় ট্রাকটি বিভিন্ন ভোট কেন্দ্র থেকে ব্যালট পত্র নিয়ে কুন্দুজ শহরে যাচ্ছিলো।

যারা নিহত হন তাদের মধ্যে ছিলেন ট্রাকের চালক, একজন পুলিশ এবং স্বতন্ত্র নির্বাচন কমিশনের একজন সদস্য।

আফগানিস্তান সংসদের সদস্য সুকরিয়া বারেকজাই বলেন এই ভোটগ্রহণে তালেবান ও যারা নির্বাচনের বিরোধীতা করেছে তাদের প্রত্যাখান করা হয়।
XS
SM
MD
LG