অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান আক্রমণ অভিযানে ২৫০ আই এস চরমপন্থী নিহত হয়


Torkham border Afghanistan
Torkham border Afghanistan

আফগান কর্মকর্তারা বলেছেন আমেরিকান বিমান বাহিনীর সাহায্যে, পাকিস্তানের সীমান্ত সংলগ্ন পূর্বাঞ্চলের প্রদেশে, এক মাস ব্যাপী সামরিক অভিযানে অন্তত ২৫০ ইসলামিক স্টেট চরমপন্থী নিহত হয়।

আঞ্চলিক সামরিক বাহিনীর এক মুখপাত্র, আই এস দমন অভিযান শেষে ভয়েস অফ আমেরিকাকে ওই তথ্য দেন। নাঙ্গারহার প্রদেশের কট ও দে বালা জেলায় অভিযানে মনযোগ দেওয়া হয়। সেখানেই চরমপন্থীরা নিহত হয়। ওই এলাকায় বেশ কয়েকটি গ্রাম থেকে আই এস যোদ্ধাদের হঠিয়ে দেওয়া হয়।

সন্ত্রাস দমন ওই অভিযানকে “শাহিন ২০” নামে আখ্যায়িত করা হয়। নাঙ্গারহারে ২০১ সেলাব সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয় “শাহিন ২০” ২৬ পণ বন্দীকে উদ্ধার করে এবং অন্তত ১৫ চরমপন্থীকে আটক করে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে, আই এস অনুগামীরা প্রদেশের প্রধানত দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে সক্রিয়। তারা স্বীকার করেছে যে আই এসের বিরুদ্ধে আফগান সফল হয়েছে।

XS
SM
MD
LG