অ্যাকসেসিবিলিটি লিংক

তালিবান হামলার কারণে ভারত সফর পেছাতে হলো আফগান প্রেসিডেণ্টকে


আফগানিস্তানের প্রেসিডেণ্টকে বাধ্য হয়ে তাঁর ভারত সফর অল্প কিছুক্ষণের জন্যে পিছিয়ে দিতে হয়েছে, কারণ, সোমবার উত্তরের কুন্দুজ প্রদেশে শত শত তালিবান পুলিশ এবং নিরাপত্তা ছাউনিগুলোতে হামলা চালায়।

অপেক্ষার সময়টাতে প্রেসিডেন্ট আশরাফ ঘানি নেইটোর প্রধান কমান্ডার জেনারেল জন ক্যাম্পবেলের সঙ্গে দেখা করেন।

তালিবানের বসন্তকালীন অভিযানের অংশ হিসেবে শুক্রবার লড়াই শুরু হয়। ঐ জঙ্গীদল দাবী করছে, তারা প্রাদেশিক রাজধানীতে তাদের অবস্থান শক্তিশালী করেছে। তাদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সোমবার, টুইটারে জানিয়েছে, তারা কুন্দুজ বাজারে প্রবেশ করেছে।

ওদিকে, আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপ্রাত্র সেদিক সিদ্দিকী ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, ঐ এলাকায় সামরিক সেনাদের পাঠানো হয়েছে, এবং পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সামরিক শক্তি সেখানে মোতায়েন আছে।

তিনি আরও দাবী করেছেন, রোববার থেকে যে অভিযান চালানো হয়েছে তাতে ৪০জন তালিবান জঙ্গী মারা গেছে। ওদিকে আফগান বাহিনীর ৫ সেনা প্রাণ হারিয়েছেন।

XS
SM
MD
LG