অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে শিয়া মসজিদে হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট


আফগানিস্তানের কাবুলে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট।

আফগানিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছেন, সোমবার ঐ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩২জন নিহত এবং আহত হয়েছেন ৮০ জনের বেশি মানুষ।

জনবহুল বাকির উল উলুম শিয়া মসজিদে এক অনুষ্ঠান চলার সময় ওই আত্মঘাতী হামলাকারী মসজিদে ঢুকে পড়ে এবং নামাজীদের মাঝে তার শরীরে সেটে রাখা বিস্ফোরকে বিস্ফোরণ ঘটায়।

কাবুলের অপরাধ তদন্ত দপ্তর বা সিআইডি'র প্রধান ফারিদুন ওবায়দি সাংবাদিকদের জানিয়েছেন, নিহতদের সবাই অসামরিক নাগরিক।

প্রেসিডেন্ট আশরাফ ঘানি হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এ হেন কাজ ক্ষমার অযোগ্য। আফগানিস্তানের শত্রুরা আফগান জাতিগোষ্ঠীদের মধ্যে বিভাজন সৃষ্টির লক্ষ্যেই এই কাজ করেছে।
আফগানিস্তানের প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ হামলার নিন্দা জানিয়ে বলেন, পবিত্র স্থানে নিরাপরাধ মানুষকে তারা হত্যা করেছে, যার মধ্যে শিশুও রয়েছে। এই আক্রমণ ইসলাম বিরোধী এবং যুদ্ধ অপরাধেরই সামিল।

XS
SM
MD
LG