অ্যাকসেসিবিলিটি লিংক

আত্মঘাতী আক্রমণ ব্যর্থ করলো আফগানিস্তান


আফগান গোয়েন্দা কর্মকর্তারা বলছেন যে নিরাপত্তা বাহিনী পাচঁ বিদ্রোহীকে গ্রেপ্তার করেছে যারা কী না কাবুলে উপর্যুপরি আত্মঘাতী আক্রমণ চালানোর পরিকল্পনা করছিল।

আজ সেখানকার কর্তৃপক্ষ জানায় যে জঙ্গিরা সংসদ এবং দ্বিতীয় ভাইস পেসিডেন্ট মোহাম্মদ করিম খলিলির বাড়ি আক্রমণ করার পরিকল্পনা চূড়ান্ত করছিলো।

কর্মকর্তারা বলছেন যে বিদ্রোহীদের মধ্যে একজন ছিল পাকিস্তানি। আফগানিস্তান দীর্ঘ দিন ধরেই পাকিস্তানের বিরুদ্ধে এই অভিযোগ করে এসছে যে তারা তালিবান জঙ্গিদের পুষছে যারা কীনা আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের , পশ্চিম সমর্থিত সরকারকে উৎখাত করতে চেষ্টা করে যাচ্ছে।

কর্মকর্তারা বলছেন যে জঙ্গিদের কাছে আফগান সেনাবাহিনীর পোশাক , আত্মঘাতী অন্তর্বাস এবং অস্ত্র শস্ত্র ছিল। যাদের আটক করা হয়েছে , তাদের কাছে পাকিস্তানি পরিচয়পত্র এবং টেলিফোন নম্বর ছিল।
ও দিকে আফগানিস্তানের পুর্বাঞ্চলে লাঘমান প্রদেশের সরকারের একজন মুখপাত্র বলছেন যে রাস্তায় পাতা এক বোমার আঘাতে আলিশাং জেলার প্রধান এবং তাঁর তিনজন দেহরক্ষী নিহত হয়েছে।
XS
SM
MD
LG