অ্যাকসেসিবিলিটি লিংক

চ্যালেঞ্জ সত্বেও, আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশে স্কুলে মেয়েদের ভর্তির হার বৃদ্ধি পেয়েছে


Afghan schoolgirls hold hands and walk towards their tent classrooms on the outskirts of Jalalabad, capital of Nangarhar province, Afghanistan, Dec. 13, 2016.
Afghan schoolgirls hold hands and walk towards their tent classrooms on the outskirts of Jalalabad, capital of Nangarhar province, Afghanistan, Dec. 13, 2016.

আফগান প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামিক স্টেট এবং অন্যান্য চরমপন্থী গ্রুপ অব্যাহত ভাবে আক্রমণ ও হুমকী দেওয়া সত্বেও, পুর্বাঞ্চলের নাঙ্গারহার প্রদেশে স্কুলগুলোতে মেয়েদের ভর্তির হার বৃদ্ধি পেয়েছে।

নাঙ্গারহারের শিক্ষা বিভাগের এক মুখপাত্র মোহাম্মদ আসিফ বলেছেন গত বছর ১৪হাজার শিখ্যার্থী স্কুল থেকে পাশ করেছে আর তার মধ্যে ৩ হাজার ছিল মেয়ে। আর এ বছর স্কুল থেকে যারা পাশ করেছে, সেই ১৮ হাজারের মধ্যে চার হাজারই হচ্ছে মেয়ে।

আসিফ আরও বলেন ওই প্রদেশে সর্ব মোট ৮ লক্ষ ২০ হাজার ছাত্র ছাত্রীর মধ্যে ৪৫ শতাংশ হচ্ছে মেয়ে।

আফগানিস্তানের প্রত্যন্ত এলাকা যেখানে তালেবান ক্ষমতায় ছিল, সেখানে সাধারণত মেয়েদের স্কুলে যেতে দেওয়া হত না।

XS
SM
MD
LG