অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে এক শিশুকন্যা পোলিওয় আক্রান্ত


আফগানিস্তানে,দু’হাজার এক সালে তালেবানদের পতনের পর এই প্রথম তিন বছরের একটি শিশু কন্যা পোলিওতে আক্রান্ত বলে চিকিত্সকদের রোগ-নির্ণয় ব্যবস্থাপত্রে জানা গিয়েছে।
মঙ্গলবার আফগান স্বাস্থ মন্ত্রণালয়ের জনৈক মূখপাত্র বলেছেন – ঐ শিশু কন্যা এ রোগে আক্রান্ত হয়ে আংশিকভাবে পঙ্গুত্বের শিকার হয়েছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলে।পোলিও দারুনরকম ছোঁয়াচে অসুখ- এতে করে দূরারোগ্য পঙ্গুত্ব দেখা দিতে পারে।এখনো এ রোগ যে দেশগুলোতে দৈশিক বা আঞ্চলিক অবস্থায় রয়ে গিয়েছে তার মধ্যে রয়েছে আফগানিস্তান,পাকিস্তান ও নাইজিরিয়া।
আফগানিস্তানে এ রোগের প্রাদূর্ভাব ক্রমশ:ই কমে আসছে।২হাজার ১৩ সালে অবশ্য ১৪টি রোগ সংক্রমনের কথা জানা যায়।স্বাস্থ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে-সর্ব সাম্প্রতিক ঐ সংক্রমনের কথা জানবার পর রাজধানীতে এখন টিকাদান অভিযান শুরু করা হয়েছে।সাম্প্রতিক ক’বছরে আফগান তালেবানরা টিকাদানে তারা আপত্তি জানাবে না বলে সম্মতি দিয়েছে।পাকিস্তানে ও নাইজিরিয়ায় পোলিও টিকাদান কর্মসূচীর কর্মিদের ওপর জঙ্গিদের হামলা হয়েছে।পোলিও টীকাদান কর্মিদেরকে সেখানে পশ্চিমা চর হিসেবে অভিযুক্ত করা হয়ে থাকে- বলা হয় মুসলিমদেরকে নির্বিজ করার একটা ষড়যন্ত্র এটা।
XS
SM
MD
LG