অ্যাকসেসিবিলিটি লিংক

আইনজীবী: আফগান হত্যাকান্ডে অভিযুক্ত আমেরিকান সেনা নিজেকে দোষী দাবী করবেন


যুক্তরাষ্ট্রের সেনা বাহিনীর সারজেন্ট যার বিরুদ্ধে অভিযোগ যে তিনি গত বছর আফগানিস্তানে ১৬ জন অসামরিক ব্যাক্তিকে ঠান্ডামাথায় হত্যা করেছে তার আইনজীবীরা বলেছেন মৃত্যুদন্ড এড়ানোর জন্য তিনি নিজেকে র্দোষী দাবী করছেন।

অ্যাটর্নি জন হেনরি ব্রাউন বলেছেন, ওয়াশিংটন রাজ্যের সিঅ্যাটেলের কাছে, জুন মাসের ৫ তারিখে সামরিক আদালতে সারজেন্ট রবার্ট বেলস নিজেকে দোষী দাবি করবেন।

তিনি বলেন “আমরা আজ ঘোষণা করেছি যে সামরিক বাহিনীর সঙ্গে আমাদের মতৈক্য হয়েছে, যে তিনি দোষ স্বীকার করলে মৃত্যুদন্ড দেওয়া হবে না এবং তারপর শুনানী হবে।”

সেপ্টেম্বারে ওই বিচারের শুনানীতে নির্ধারন করা হবে তিনি কোনদিন জামিন পাওয়ার যোগ্যতা পাবেন কিনা।

সামরিক অভিশংসকরা, বেলস এর বিরুদ্ধে ঠান্ডা মাথায় খুন করার ১৬ টি অভিযোগ এনেছেন। তার বিরুদ্ধে অভিযোগ যে ২০১২ সালের মার্চ মাসে তিনি আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে নিরাপত্তা চৌকি থেকে বেরিয়ে গিয়ে দুটি গ্রামে অসামরিক লোকজনদের গুলি করে এবং ছুরিকাঘাত করে। যারা তার হত্যার শিকার হয় তাদের মধ্যে ৯জন ছিল শিশু।
XS
SM
MD
LG