অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের সংসদীয় নির্বাচনে ধর্মীয় নেতা আয়াতোল্লাহ খামেনীর অনুগত সমর্থকেরা এগিয়ে রয়েছেন।


ইরানের সংসদীয় নির্বাচনের আংশিক ফলাফলে দেখা যায়, সেদেশের শীর্ষস্থানীয় ধর্মীয় নেতা আয়াতোল্লাহ খামেনীর অনুগত সমর্থকেরা এগিয়ে রয়েছেন।

শনিবার প্রাদেশিক শহরগুলির আগাম ফলাফলে লক্ষ্য করা যায়, ইরানের বেশ কটি নির্বাচনী এলাকায় প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের বিপক্ষের রক্ষনশীল প্রার্থীরা আসনে জয়লাভ করেছেন।

রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানায়, ইরানের চার কোটি আশি লক্ষ ভোটারের ৬৫ শতাংশ নির্বাচনে অংশ নেয়।

ধারনা করা হচ্ছে, এই নির্বাচন ইরানের পররাষ্ট্রনীতি বা পারমানবিক নীতিতে তেমন প্রভাব না ফেললেও আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে মিষ্টার খামেনীর অবস্থানকে আরো শক্তিশালী করবে।

২০০৯ সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর শুক্রবারের এই ভোট ইরানের প্রধান বিরোধী দল আর সংস্কারবাদী গোষ্ঠী গুলি বর্জনের আহবান জানায়। ২৯০ আসনের সংসদে ৩ হাজার ৪০০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

XS
SM
MD
LG