অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকার জঙ্গী বিমান ইসলামিক ষ্টেটের লক্ষ্যস্থলগুলোতে আঘাত করেছে


আমেরিকার জঙ্গী বিমান, ড্রোন এবং অন্যান্য বিমান ইরাক এবং সিরিয়ায় ইসলামিক ষ্টেটের লক্ষ্যস্থলগুলোতে আঘাত করেছে। তাদের সাথে বৃটেন, ডেনমার্ক এবং বেলজিয়াম যোগ দিয়েছে। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী চাক হেগেল বলেন, এ সপ্তাহে ইরাকে দু’শো বারের বেশি এবং সিরিয়ায় তেতাল্লিশ বার বিমান হামলা চালানো হয়েছে। জয়েন্ট চীফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্টিন ডেম্পসি বলেন, এই সেনা অভিযানে প্রথমে ইরাকের দিকে মনোযোগ দেয়া হলেও এটা শুধু ইরাকের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে সিরিয়ার দিয়ার এলজোর প্রদেশের কাছে তিনটি বিমান অভিযান চালিয়ে তারা ইসলামিক ষ্টেটের চারটি ট্যাঙ্ক ধ্বংস করেছে এবং আরো একটির বেশ ক্ষতি হয়েছে। সিরিয়ার যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণকারী একটি দল জানিয়েছে, দিয়ার এলজোর এলাকার তেল শোধনাগারগুলোই দৃশ্যতঃ আক্রমণের লক্ষ্যস্থল ছিল। বৃটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসলামিক ষ্টেট গোষ্ঠির কমান্ড সেন্টারেও তারা আঘাত হেনেছে।

XS
SM
MD
LG