অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকি শহর আল ক্বায়দার দখলে


খবরে বলা হচ্ছে যে কয়েকদিন লড়াইয়ের পর ইরাকি সরকার ফালুজার নিয়ন্ত্রণ আল ক্বায়দা জঙ্গিদের কাছে হারিয়েছে।

একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থাকে বলেছেন যে ফালুদা নিয়ন্ত্রণ করছে ISIS.
Islamic State of Iraq and Syria নামের এই সংগঠনটি আল ক্বায়দার সঙ্গে সম্পৃক্ত।

প্রত্যক্ষদর্শীরা বলছেন যে বাগদাদ থেকে মাত্র ৬০ কিলোমিটার পশ্চিমে আনবার প্রদেশের ঐ শহরের ভেতরে সরকারী বাহিনীর কোন চিহ্ন পাওয়া যায়নি।

শুক্রবার ফালুজায় আল ক্বায়দা জঙ্গিরা সরকারী ভবনের ওপর পতাকা উত্তোলন করে এবং স্বাধীন ইসলামি রাষ্ট্রের ঘোষণা দেয়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন যে শুক্রবার জঙ্গিরা বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে এবং বাশিন্দাদের জেনারেটার ব্যবহার না করার নির্দেশ দেয়।

প্রতিশোধ নেওয়া হবে এই আশঙ্কায় নাম না প্রকাশ করে একজন স্থানীয় সাংবাদিক The Washington Post পত্রিকাকে বলেন যে পুলিশ এবং সরকারের সঙ্গে সম্পৃক্ত বাহিনী ঐ শহরটি ছেড়ে চলে গেছে এবং আল ক্বায়দা ইরাকের সব কটি জাতীয় পতাকা পুড়িয়ে ফেলেছে।
XS
SM
MD
LG