অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত মিয়ানমার বাংলাদেশে আল কায়েদার কর্মকান্ডের লক্ষ্যে নতুন ঘাঁটি


আল কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরি এক ভিডিও বার্তায় বলেছেন ভারত উপমহাদেশে তারা আল কায়েদার একটি শাখা চালু করছেন।

বৃহস্পতিবার প্রচারিত ৫৫ মিনিটের ঐ ভিডিওতে জাওয়াহিরি বলেন আল কায়েদা এই নতুন শাখা চালু করতে ২ বছর ধরে কাজ করে আসছিলো।

জাওয়াহিরি বলেন, “এই শাখা যে নতুন করে আজই স্থাপিত হলো তা নয়, বরং ভারতীয় উপমহাদেশে দুই বছর ধরে মুজাহেদিনদের একত্রিত করার প্রচেষ্টার ফল এটি”।

ভিডিও বার্তায় জাওয়াহিরি বলেন পাকিস্তান ও আফগানিস্তানে আল কায়েদার রয়েছে শক্ত ঘাঁটি। এখন থেকে ভারতে চালু হওয়া শাখার মাধ্যমে আল কায়েদা ভারত ছাড়াও মিয়ানমার ও বাংলাদেশে তাদের কর্মকান্ড চালাবে।

বিশেষজ্ঞরা বলছেন ভারতে আল কায়েদার শাখা চালুর এই বার্তা ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি একটি হুমকী হতে পারে। ভিডিও বার্তা প্রকাশের পর নরেন্দ্রো মোদি কোনো মন্তব্য না করলেও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির এক মুখপাত্র বলেছেন বিষয়টি ভীষণ উদ্বেগের।

মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের অফিসের এক কর্মকর্তা ভয়েস অব আমেরিকাকে জানান তাদের সরকার আঞ্চলিক ও আন্তর্জাতিক কতৃপক্ষের সঙ্গে সন্ত্রাস দমনে কাজ করে যাবে।

ভারতের মোট জনসংখ্যার ১৫ শতাংশ মুসলমান। এই হিসাবে সেখানে মোট ১৭ কোটি ৫০ লক্ষ মুসলমানের বসবাস, যা বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনগোষ্ঠি।

XS
SM
MD
LG