অ্যাকসেসিবিলিটি লিংক

সোমালি সংসদভবনে বন্দুকধারীদের হামলায় নিহত ৮জন


শনিবার সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে সোমালি সংসদভবনে বন্দুকধারীদের হামলায় অন্তত ৮জন মারা গেছে।

আল-কাইদা সংশ্লিষ্ট আল-শাহাব দল, ঐ হামলার দায় স্বীকার করেছে। ঐ হামলায় গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো হয় এবং আত্মঘাতী হামলাকারীরা ঐ আক্রমণ চালায়।

কয়েকজন আইন-প্রণেতা, হামলার সময় ভবনের ভেতরে ছিলেন। সংসদ সদস্যরা ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন, তাঁদের ৩জন সহকর্মী আহত হয়েছেন।

একজন সংসদ সদস্য, প্রতিরক্ষা কমিটির প্রধান-হুসেইন আরব ইসি বলেছেন, দেশের অভ্যন্তরীন নিরাপত্তা কমিটির রিপোর্টে বলা হয়েছিল, দেশের সংসদকে লক্ষ্য করে হামলা হবে, এবং নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। তিনি আরো বলেছেন, ঐ তথ্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়নি।

সোমালিয়ার প্রধানমন্ত্রী আব্দিওয়েলি শেইখ আহমেদ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। শনিবার এক বিবৃতিতে তিনি বলেছেন, সন্ত্রাসবাদীরা আবারও প্রমাণ করল, তারা সকল সোমালি নাগরিকের বিরুদ্ধে। তিনি বলেছেন, এই ঘৃণ্য হামলা কাপুরুষোচিত। এবং তা কোন সত্যিকার ইসলামী বিশ্বাসের বহিঃপ্রকাশ হতে পারে
XS
SM
MD
LG