অ্যাকসেসিবিলিটি লিংক

পুলিশ সুপারের স্ত্রীকে  চট্টগ্রাম শহরে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা


সন্ত্রাসী কর্মকাণ্ড দমনের সাথে সম্পৃক্ত পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে চট্টগ্রাম শহরে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে ছেলেকে স্কুলের বাসে তুলে দিতে বাসা থেকে বের হওয়ার পর ১০০ গজ দুরে জিইসি মোড়ে এই হত্যাকাণ্ড ঘটে। মাহমুদার সাথে থাকা তাঁর ৭ বছরেরে ছেলে আক্তার মাহমুদ মাহি সাংবাদিকদের কাছে ঘটনার বর্ণনা দিয়ে বলেছে তাঁর মাকে মোটর ছাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত প্রথমে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং পরে চাকু দিয়ে আঘাত করে ও গুলি করে হত্যা করে । স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের জঙ্গি বিরোধী কার্যক্রমের কথা বিবেচনা করে হত্যাকাণ্ডের সঙ্গে জঙ্গি সম্পৃক্ততা থাকার বিষয়ে সন্দেহ প্রকাশ করে বলেছেন হত্যাকারী যেই হোকনা কেন তাকে বিচারের আওতায় আনা হবে । এদিকে, নাটোর জেলার বনপাড়া মিশন পল্লিতে দুর্বৃত্তরা রোববার সকালে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খ্রিস্টান ব্যবসায়ী সুনিল গোমেজকে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ । ইতিমধ্যেই এ হত্যার দায় জঙ্গি গোষ্ঠী আইএস স্বীকার করেছ বলে যুক্তরাষ্ট্র ভিত্তিক সাইট ইন্টিলিজেন্স জানিয়েছে। আইএস বান্দরবন জেলায় বৌদ্ধ ভীক্কূ মং শোয় ঊকে হত্যার দায়ও স্বীকার করেছে বলে সাইট জানিয়েছে । জহুরুল আলমের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:01:03 0:00

XS
SM
MD
LG