অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকার গুলশানে সন্ত্রাসী হামলার পর বিদেশী দূতাবাসগুলোর কাছে নিরাপত্তা পরামর্শ চেয়েছে সরকার


রাজধানী ঢাকার গুলশানে সন্ত্রাসী হামলার পর বিদেশী নাগরিকদের মধ্যে যে নিরাপত্তা উদ্বেগ ও শঙ্কার সৃষ্টি হয়েছে তা দুর করার জন্য দূতাবাসগুলোর কাছে নিরাপত্তা পরামর্শ চেয়েছে সরকার । রোববার ঢাকায় সাংবাদিকদের কাছে এ তথ্য জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন দুতাবাসসমুহ এবং বিদেশীদের নিরাপত্তা নিশ্চিত করতে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি টাস্ক ফোঁস গঠন করা হয়েছে যা ইতিমধ্যেই বৈঠক করে কিছু সিদ্ধান্ত নিয়েছে। এদিকে, পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জঙ্গি সংশ্লিষ্ট মামলা সমুহের কোনো তদন্ত কর্মকর্তার বক্তব্য ছাড়া গণমাধ্যমে এ সম্পর্কিত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ না করার জন্য অনুরোধ জানান । এই ধরনের সংবাদ ঘটনার তদন্তকে যেমন প্রভাবিত করে, তেমনি তদন্তকারীদের ওপরও মানসিক চাপ সৃষ্টি করে বলে তিনি সাংবাদিকদের কাছে মন্তব্য করেন।তিনি বলেন বাংলাদেশে জঙ্গি তৎপরতার মুল হোতা সৈয়দ জিয়াউল হক ও তামিম আহমেদ চৌধুরীকে গ্রেফতাতের জন্য অভিযান অব্যাহত আছে । জহুরুল আলমের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:01:00 0:00

XS
SM
MD
LG