অ্যাকসেসিবিলিটি লিংক

ফরাক্কা বাধের সকল গেট খুলে দেয়ায় বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে- জহূরুল আলম


ভারতে বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় পদ্মা নদীর ভারতীয় অংশে নির্মিত ফরাক্কা বাধের সকল গেট খুলে দেয়ায় নদীটির বাংলাদেশের অংশে এবং এর শাখা প্রশাখায় হু হু করে পানি বাড়তে থাকায় এসকল নদীর অববাহিকার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সংবাদদাতারা জানিয়েছেন চাপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাতর, বগুড়া এবং কুষ্টিয়া জেলা সমূহের বহু গ্রাম বন্যার পানিতে ডুবে গেছে, পানি বন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে । কোথাও কোথাও পদ্মা নদীর তীব্র স্রোতের কারনে নদী তীরবর্তী গ্রামগুলো নদী গর্ভে বিলীন হচ্ছে যার ফলে গৃহহীন হচ্ছেন শত শত মানুষ। এদিকে, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু কুষ্টিয়ার চরগোলাপনগরে পদ্মা নদীর তিরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ কালে সাংবাদিকদের বলেন অভিন্ন নদীতে নির্মিত বাঁধের গেট একতরফাভাবে খুলে দেওয়াটা সঠিক কাজ নয়। সংবাদদাতারা জানিয়েছেন বন্য কবলিত এলাকার অনেক মানুষ উচু স্থানে আশ্রয় নিয়েছেন। দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে।জহুরুল আলমের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:01:00 0:00

XS
SM
MD
LG