অ্যাকসেসিবিলিটি লিংক

চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম দুই মাসে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে।


চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম দুই মাসে বিগত অর্থবছরের একই সময়ের তুলনায়যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভুক্ত দেশগুলো থেকে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে। এ দুই মাসে রপ্তানি আয়ে ভালো প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে চীন ও জাপানে। তবে রপ্তানির প্রধান গন্তব্য স্থল যুক্তরাষ্ট্র থেকে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে আয় কমেছে বাংলাদেশের, এমন তথ্য উঠে এসেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি-এর পরিসংখ্যানে। রপ্তানির সাথে যুক্ত সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে ইউরোপের অর্থনীতি আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে যার ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের রপ্তানি আয়ে। ইপিবির প্রতিবেদন অনুযায়ী এ সময়ে ইইউতে আগের বছরের তুলনায় ৮ শতাংশ রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে রপ্তানি আয় কমেছে যার ফলে দেশটিতে রপ্তানি প্রবৃদ্ধি কমেছে ৫ দশমিক ২৭ শতাংশ। এছাড়া রপ্তানি আয় কমেছে কানাডা এবং ইতালি থেকে। তবে বাকি প্রায় সব ক্ষেত্র থেকেই রপ্তানি আয় বেড়েছে। জহুরুল আলমের রিপো্র্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:00:59 0:00

XS
SM
MD
LG