অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত আলোপ্পোয় বোমা হামলা বন্ধে আলোচনায় বসছে রাশিয়া


সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত আলোপ্পোয় বোমা হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের দাবীর প্রেক্ষিতে আলোচনায় বসছে রাশিয়া।

সিরিয়ায় রাশিয়ার সেনা কমান্ডার লে: জেনারেল সেরগেই কুরালেংকো রুশ সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন আলেপ্পোয় যুদ্ধ থামানো নিয়ে আলোচনা চলছে।

কুরালেংকো বলেন দামাস্কাসের কাছের শহর পূর্ব ঘোতায় এবং উত্তর অঞ্চলের শহর লাটাকিয়ায় ইতিমধ্যে যুদ্ধবিরতি চলছে এবং সোমবার পর্যন্ত এই বিরতি চলবে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী এবং আসাদকে ক্ষমতা থেকে সারনোর লক্ষ্যে বিদোহীদের মধ্যে ৫ বছর ধরে চলা যুদ্ধে আলেপ্পো শহর ছিল মুল কেন্দ্র। এই যুদ্ধে বহু মানুষ নিহত হন। গত ২২শে এপ্রিল থেকে এ পর্যন্ত সেখানে মারা গেছেন ২৫০ জন।

XS
SM
MD
LG