অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার বিরোধী নেতার বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারীর অভিযোগ


রাশিয়ার একটি আদালত অর্থ আত্মসাতের দায়ে বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালানিকে যে ৫ বছরের সাজা দিয়েছিলো, তা বহাল রেখেছে, যার অর্থ ২০১৮ সালে প্রেসিডেন্ট নির্ব্বাচনে তাঁর অংশ নেবার কর্মসূচী বানচাল হয়ে যাবে I RIA NOVOSTI সংবাদ মাধ্যম জানায়, ২০০৯ সালের এক কাঠের ব্যবসার অর্থ কেলেঙ্কারীতে তাঁকে সম্পৃক্ত করা হয়েছে I

তবে তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে নের্তৃত্ব দেবার পর ;তাই মি. নাভালনি এটাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত বলে অবিহিত করেছেন I

XS
SM
MD
LG