অ্যাকসেসিবিলিটি লিংক

আজ শ্রদ্ধাভরে স্মরণ করা হ’ল ১১ই সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলায় নিহতদের


আমেরিকায় ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে আজ নিউ ইয়র্ক, ওয়াশিংটন এবং পেনসালভেনিয়ায় পরম শ্রদ্ধার সংগে দিবসটি পালন করা হচ্ছে।
এই হামলা প্রায় ৩ হাজার মানুষ প্রান হারান। আল কাইদা সান্ত্রাসীরা ঐ আক্রমনটি চালিয়ে ছিল ।
নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলায় নিহতদের বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনরা সমাবেত হন।
প্রথাগত ভাবেই শ্রোদ্ধার সংগে নিহতদের নাম পাঠ করা হয়।
ওয়াশিংটনে প্রেসিডেন্ট বারাক ওবামা এবং আরো অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিবর্গ এক মিনিট নিরবতা পালন করলেন ঠিক যখন নিউ ইয়র্কে ছিনতাই করা প্রথম বিমানটি হাঘাত হেনেছিল তখন।
প্রেসিডেন্ট ওবামা বলেন, “আমরা যাদের হারিয়াছি সেই ৩ হাজার নিরপরাধ আত্মার প্রতি আমরা প্রার্থনা করছি। যাদেরকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে তাদের জন্য এখনও আমাদের প্রান কাঁদে।”
XS
SM
MD
LG