অ্যাকসেসিবিলিটি লিংক

কাবুলে গুলিবিদ্ধ হয়ে এক আমেরিকান নিহত


কাবুলে যুক্তরাষ্ট্র দূতবাস সংলগ্ন প্রাঙ্গনে গুলি চালনার এক ঘটনায় এক আমেরিকান নাগরিক প্রাণ হারিয়েছেন – আহত হয়েছেন আরেক জন । যুক্তরাষ্ট্র দূতবাসের জনৈক মুখপাত্র সোমবার বলেছেন যুক্তরাষ্ট্র সরকারের জন্যে কাজ করার দায়িত্বে নিয়োজিত একশ আফগান নাগরিক রবিবার রাতে ঐ হামলা চালায় কাবুলে এবং হামলাকারীকেও হত্যা করা হযেছে। ঐ ঘটনার পেছেনে উদ্দেশ্য কি ছিল, সে সম্পর্কে কিছু বলা হয়নি – ঐ হামলার দায়দায়িত্বও কোনো পক্ষ থেকে দাবী করা হয়নি । পশ্চিমা সংবাদ মাধ্যমে প্রচারিত খবরাখবরে বলা হয় দূতাবাস সংলগ্ন ঐ প্রাঙ্গন যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সি আই এর কর্মস্থল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে ।

ওদিকে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আশফাক কায়ানী রবিবরেই তাঁর শীর্ষ সেনাধিনায়কদের সঙ্গে এক জরুরী বৈঠকে মিলিত হন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের বক্তব্য-পাল্টা বক্তবের লড়াই চলছে । দেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতেই সেনাধিনায়করা রাওয়ালপিন্ডির সেনা সদরে ঐ বৈঠকে মিলিত হন ।

XS
SM
MD
LG