অ্যাকসেসিবিলিটি লিংক

প্যারাসিটামল সিরাপে বিষাক্ত দ্রব্যের উপস্থিতি থাকায় ১৯৯২ সালেই কমপক্ষে ৭৬টি শিশু মারা যায়


১৯৯২ সালে দায়ের করা মামলায় ভেজাল প্যারাসিটামল সিরাপ তৈরির দায়ে ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিসিআই বাংলাদেশ-এর মালিকসহ ৬ জন কর্মকর্তাকে ১০ বছর করে কারাদন্ড এবং অর্থ দন্ড প্রদান করেছে ঢাকার একটি আদালত। ওই কোম্পানীর প্যারাসিটামল সিরাপে বিষাক্ত রাসায়নিক দ্রব্যের উপস্থিতি পাওয়া যায়। ওই সময়ে ওই ঔষধ কোম্পানীসহ আরও ৫ কোম্পানীর প্যারাসিটামল সিরাপে বিষাক্ত দ্রব্যের উপস্থিতি থাকায় ১৯৯২ সালেই কমপক্ষে ৭৬টি শিশু মারা যায়। পরে এক গবেষণায় দেখা যায়, বিষাক্ত প্যারাসিটামল সিরাপের কারণে ১৯৮২ থেকে ১৯৯২ সাল পর্যন্ত সময়ে কমপক্ষে ২ হাজার ৭শ শিশু মারা গেছে। মামলার শাস্তি সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের অধ্যাপক এবং ঔষধ প্রযুক্তি বিশেষজ্ঞ ড. আ ব ম ফারুক বলেন, আরও বড় শাস্তি কাম্য ছিল। কারণ এটা গণহত্যার শামিল। অধ্যাপক আ ব ম ফারুক মনে করেন, ঔষুধ নিয়ন্ত্রক সংস্থার ঢিলেমি বন্ধ করা এবং অসাধু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে পড়েছে।...ঢাকা থেকে আমীর খসরু:

please wait
Embed

No media source currently available

0:00 0:01:09 0:00




XS
SM
MD
LG