অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের সকল ধর্মীয় সম্প্রদায়ের পক্ষ থেকে ডনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া


যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে দেশটির প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রার্থী ডনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া এখনো অব্যাহত আছে। বাংলাদেশের সব ধর্মীয় সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের পক্ষ থেকে তার এই বক্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন- কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাদিস ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং ইসলাম সম্পর্কিত বিষয়ের লেখক ড. আবদুল্লাহ জাহাঙ্গীর, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যডভোকেট রানা দাশ গুপ্ত এবং বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের মহাসচিব নির্মল রোজারিও। তারা সবাই বলেছেন, ধর্ম ও জঙ্গীবাদ এ কথা নয়।
ড. আবদুল্লাহ জাহাঙ্গীর বলেন, অপরাধীর অপরাধ তার ব্যক্তিগত বিষয়। এ জন্য কোন ধর্ম বা সম্প্রদায়ীকে দায়ী করলে অপরাধীর প্রতি সহানুভূতির জন্ম দেবে।
এ্যডভোকেট রানা দাশ গুপ্ত বলেন, ধর্ম ও জঙ্গীবাদ এ কথা নয়।
নির্মল রোজারিও বলেন, ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে বরং জঙ্গীবাদকেই উৎসাহিত করবে।

বিশিষ্টজনরা বলেছেন, কোনো ধর্মই জঙ্গীবাদ-উগ্রবাদকে সমর্থন করে না। ধর্মকে জঙ্গীবাদ-উগ্রবাদের সাথে এক করে দেখাটা এ কারণে গ্রহণযোগ্য নয়।...ঢাকা থেকে আমীর খসরু।

XS
SM
MD
LG