অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ মন্ত্রীসভা হত্যাকান্ডসহ, দূর্বৃত্তদের হামলার ঘটনায়, আই এস বা আল কায়েদার সম্পৃক্ততা নাকচ করেছে


বাংলাদেশের আইন শৃংখলা সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি দুর্বৃত্তদের দ্বারা সংগঠিত সাম্প্রতিক হত্যাকান্ডসহ হামলার ঘটনায় ইসলামিক স্টেট বা আইএস এবং আল কায়েদার কোনো সম্পৃক্ততা থাকার কথা পুনরায় নাকচ করে দিয়েছে। শক্তিশালী ওই মন্ত্রীসভা কমিটির সভায় এক হিসাবে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে যে ৩৭টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তার ২৫টি ঘটিয়েছে জামাআতুল মুজাহেদিন বাংলাদেশ বা জেএমবি; ৮টি ঘটিয়েছে আনসারুল্লাহ বাংলা টীম এবং ৪টির জন্য দায়ী অন্যান্য জঙ্গী এবং সন্ত্রাসী গ্রæপ। মন্ত্রীসভা কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আইএস-এর কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। ৩৭টি হত্যাকান্ডের ঘটনার মধ্যে মাত্র ৪টি ঘটনায় চার্জশীট বা অভিযোগপত্র দেয়া সম্ভব হয়েছে এবং বিচারাধীন রয়েছে ২টি।

বিভিন্ন সূত্রে জানা গেছে, এই এপ্রিল থেকে গত শুক্রবার কুষ্টিয়ায় হোমিওপ্যাথিক চিকিৎসক হত্যাকান্ডের ঘটনা পর্যন্ত ঘটনাগুলোতে কমপক্ষে ৫টিতে আইএস এবং ৩টিতে আল কায়েদা হত্যার দায় স্বীকার করেছে। তবে প্রতিটি ঘটনায় আইএস বা আল কায়েদার দায় স্বীকারকে নাকচ করে দিয়েছে সরকার। এদিকে, বর্তমান পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতগণ।...ঢাকা থেকে আমীর খসরু

please wait
Embed

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG