অ্যাকসেসিবিলিটি লিংক

সার্ক-এর বর্তমান সভাপতি নেপাল আনুষ্ঠানিকভাবে ১৯তম সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত ঘোষণা করেছে


দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক-এর বর্তমান সভাপতি দেশ নেপাল আনুষ্ঠানিকভাবে রোববার ১৯তম সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত ঘোষণা করেছে। স্বাগতিক পাকিস্তানও শুক্রবার ভারত, বাংলাদেশসহ ৪ দেশের অংশগ্রহণে অসম্মতি জানানোসহ সাম্প্রতিক প্রেক্ষাপটে সম্মেলনটি মুলতবী ঘোষণা করেছে। রোববার নেপালের পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে শীর্ষ সম্মেলন আনুষ্ঠানিকভাবে স্থগিত করার কথা জানিয়ে সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের উপযোগী একটি সহায়ক আঞ্চলিক পরিবেশ সৃষ্টির উপর তাগিদ দেয়া হয়। বিবৃতিতে বলা হয়, নেপাল বিশ্বাস করে একটি অর্থবহ আঞ্চলিক সহযোগিতা সংস্থার জন্য শান্তিপূর্ণ এবং স্থিতিশীল পরিবেশ থাকা বাঞ্ছনীয়।
উল্লেখ্য, ভারত, বাংলাদেশসহ ৪ দেশ পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে অসম্মতি জানানোর প্রেক্ষাপটে সার্কভুক্ত বিকল্প কোনো দেশে ওই শীর্ষ সম্মেলন অনুষ্ঠান করা যায় কিনা নেপাল তার উদ্যোগ নিয়েছিল।....ঢাকা থেকে আমীর খসরু

XS
SM
MD
LG